মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে লরির ধাক্কায় রিকশা চালকের মৃত্যু

| প্রকাশিতঃ ১৯ সেপ্টেম্বর ২০১৬ | ১২:১৯ অপরাহ্ন

road accidentচট্টগ্রাম: নগরীতে লরির ধাক্কায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে আকবর শাহ থানার কর্নেল হাটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নিখিল মালুর (৩৫) গ্রামের বাড়ি নওগাঁ জেলায়।

আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, চট্টগ্রামমুখী একটি লরি পেছন দিক থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। পুলিশ লরিটি ((চট্টমেট্রো ঢ-৮১-০৮৪১) আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।