মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

এক নারীর লাশের পরিচয় খুঁজছে পুলিশ

| প্রকাশিতঃ ২০ সেপ্টেম্বর ২০১৬ | ৬:৩৭ অপরাহ্ন

screenshot_7চট্টগ্রাম: বিষপান জনিত কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়ে মারা যাওয়া একটি লাশের পরিচয় খুঁজছে পুলিশ। গত ৪ সেপ্টেম্বর সাদিয়া বেগম (১৮) নামের ওই নারীকে চমেক হাসপাতালে ভর্তি করান অজ্ঞাতনামা এক ব্যক্তি।

এরপর ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই নারী। হাসপাতালের রেজিস্ট্রারে ওই নারীর পরিচয় লেখা হয়েছে- ‘সাদিয়া বেগম (১৮), স্বামী- মোঃ খায়রুল, স্থায়ী ঠিকানা- অজ্ঞাত, বর্তমানে- বহদ্দারহাট, চট্টগ্রাম।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, গত ১১ সেপ্টেম্বর চমেক হাসপাতালের ওয়ার্ড মাষ্টার এ বিষয়টি চান্দগাঁও থানাকে অবহিত করে। এরপর চান্দগাঁও থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়। কিন্তু বিভিন্নভাবে চেষ্টার পরও লাশের পরিচয় সনাক্ত করা যায়নি।

লাশের পরিচয় কেউ জানলে চান্দগাঁও থানার ওসি আবু মোঃ শাহজাহান কবিরের (০১৭১৩-৩৭৩২৫৯) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন।