
চট্টগ্রাম : বীর মুক্তিযোদ্ধা আলহাজ খায়ের আহমদ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। তিনি দীর্ঘদিন দূরারোগ্য রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর। তিনি ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ আছর পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা খায়ের আহমদকে দাফন করা হয়। এসময় পটিয়া উপজেলা প্রশাসনের একটি চৌকস দল প্রয়াতের প্রতি গভীর শ্রদ্ধা জানায় এবং গার্ড অব অনার প্রদান করে।
জানাজায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ও আসন্ন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাহার হোসেন চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকম শামসুজ্জামান চৌধুরী, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মহসিন খান, সাবেক জেলা কমান্ডার ও সাবেক চবক কর্মকর্তা চৌধুরী মহবুবুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কাশেম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও হাইদগাঁও’র চেয়ারম্যান মহিউদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, প্রবীণ আইনজীবী ও মরহুমের চাচা এলজিপি অ্যাডভোকেট বদিউল আলম, বর্তমান ইউপি চেয়ারম্যান টুটন ঘোষ, সাবেক ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, তাজুর মুল্লুক, বাংলাদেশ ব্যাংক এর সাবেক কর্মকর্তা মুক্তিযোদ্ধা জনাব ফজল আহমদ ও মুক্তিযোদ্ধা জনাব ইছহাক, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মো: সোহেলসহ আ:লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এর বিভিন্ন নেতাকর্মী অংশ নেন।
পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী ধলঘাট ইউনিয়নস্থ তেকোটা গ্রামে মুক্তিযোদ্ধা আলহাজ খায়ের আহমদের জন্ম। তিনি দীর্ঘদিন ধরে ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
বীর মুক্তিযোদ্ধা খায়ের আহমেদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পটিয়া উপজেলার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, কেন্দ্রীয় ছাত্রলীগের প্রাক্তন নেতা মুহাম্মদ সাজ্জাত হোসেন। এক শোকবার্তায় তিনি বলেন, আলহাজ খায়ের আহমদ একাত্তরের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, অকুতোভয়, সাহসী সৈনিক। তাঁর মৃত্যুতে জাতি একজন অসীম সাহসী, সত্যনিষ্ঠ, দেশপ্রেমিক মানুষকে হারালো বলে মন্তব্য করেন তিনি।
চেয়ারম্যান প্রার্থী সাজ্জাত হোসেন প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
প্রসঙ্গত, পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট নাজিম উদ্দিন প্রয়াত মুক্তিযোদ্ধা খায়ের আহমেদের সন্তান।
একুশে/এসসি/এটি