মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

আনসারুল্লাহ সদস্য জাবেদের রিমান্ড নামঞ্জুর

| প্রকাশিতঃ ২১ সেপ্টেম্বর ২০১৬ | ৫:০৭ অপরাহ্ন

chittagong courtচট্টগ্রাম: আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে গ্রেফতার জাবেদ আহমদের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত। বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরীর আদালত দুটি আবেদন নামঞ্জুর করেন।

জঙ্গি জাবেদের বাড়ি চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার কাঠগড় এলাকায়।

চট্টগ্রামের অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট নোমান চৌধুরী বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে গ্রেফতার জাবেদ আহমদকে জিজ্ঞাসবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এছাড়া আসামিপক্ষ রিমান্ড বাতিলের পাশাপাশি জামিন আবেদনও করে। শুনানি শেষে আদালতে দুটি আবেদন নামঞ্জুর করেন।

প্রসঙ্গত গত ২৮ জুলাই নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য দিনাজপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র আব্দুল হান্নান ওরফে লাদেনকে গ্রেফতার করে পুলিশ। তার তথ্যের ভিত্তিতে একইদিন জাবেদকে গ্রেফতার করা হয়।