মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে টিএসপি সার কারখানায় অগ্নিকান্ডে চার লাখ টাকার ক্ষতি

| প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর ২০১৬ | ৫:২৮ অপরাহ্ন

fire picচট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গায় ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার কারখানার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট এ ঘটনায় সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে কারখানার দুই নম্বর গুদামে আগুন লাগার পর ভোর ৫টা ২০ মিনিটে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন লাগা গুদামের দৈর্ঘ্য ৩০০ ফুট এবং উচ্চতা ৭০ ফুট। এতে উঁচু স্তুপ করে রক ফসফেট মজুদ করা হত।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, টিএসপি সার কারখানার জন্য আনা রক ফসফেট কনভেয়ার বেল্টে করে গুদামে নামানো হচ্ছিল। এ সময় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ইপিজেড, বন্দর, আগ্রাবাদ ইউনিটের আটটি গাড়ি দুর্ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি বলেন, আগুনে পুরনো সালফার ও রক ফসফেট পুড়ে ধোঁয়ার সৃষ্টি করেছিল। গুদাম থেকে ধোঁয়া বের হতে শুরু করলে আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ফায়ার সার্ভিসের চেষ্টায় রাত ১টার দিকে ধোঁয়া বের হওয়া বন্ধ হলে আতঙ্ক কেটে যায়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে ভোর ৫টা ২০ মিনিটে। এ ঘটনায় কারখানার সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রসঙ্গত ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার কারখানাটি বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন দেশের একমাত্র ফসফেট সার কারখানা। ১৯৭৪ সালে এই কারখানায় বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। টিএসপি সার কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা এক লাখ মেট্রিক টন।