মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চেক প্রতারণা মামলায় চট্টগ্রামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে ওয়ারেন্ট

| প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর ২০১৬ | ১০:৩৪ পূর্বাহ্ন

chittagong courtচট্টগ্রাম: চট্টগ্রামের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান মাবিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদলত। গত ১৮ সেপ্টেম্বর মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২৫, ঢাকা এ গ্রেফতারী পরোয়ানা জারী করলেও গত বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের হাতে পৌছায়। যার মামলা নং- সি,আর -৪০৭/১।

মামলার বিবরণী সূত্রে জানা যায়, মাবিয়া ষ্টীল কমপ্লেক্স লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্যবসায়ীক লেনদেনের যমুনা ব্যাংকের ৫৮ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন ঢাকাস্থ জহির ষ্টীল মিলের মালিক মোহাম্মদ জহির আলমের কাছে। চেকের তারিখ অনুযায়ী চেকটি পাস না করলে। বার বার ডিজ অনার করার পর গত দুই মাস আগে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকায় চেক প্রতারণা মামলা করনে ঢাকার ব্যবসায়ী জহির আলম। এ মামলায় গত ১৮ সেপ্টেম্বর আদালত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। এছাড়াও ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২৫, ঢাকায় প্রতিটি চেকে ৫৮ লাখ টাকা করে আরো ৬টি চেক প্রতারণা মামলা করেন ঢাকার ব্যবসায়ী জহির আলম।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, গত বৃহস্পতিবার ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আদালত থেকে একটি গ্রেফতারী পরোয়ানা চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে এসেছে। এটি চট্টগ্রাম জেলা কোর্ট ইন্সপেক্টরের মাধ্যমে সীতাকু- থানায় যাবে।