চট্টগ্রাম: নগরীতে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর উত্তর পাশ থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল করিম (২০) কক্সবাজারের টেকনাফ থানার বাহারছড়া এলাকার আলী হাসানের ছেলে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ আব্দুল করিমকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে কম দামে ইয়াবা কিনে চট্টগ্রাম নগরে এনে বিক্রি করছিল। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।