মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী কিরিচ বাবুল গ্রেফতার

| প্রকাশিতঃ ২৪ সেপ্টেম্বর ২০১৬ | ৭:৫৩ অপরাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী দিদারুল হক কাজেমী ওরফে কিরিচ বাবুলকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ৩টি খেলনার পিস্তল ও বেশ কিছু দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার বিকেলে নগরীর বাকলিয়া থানাধীন ডিসি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কিরিচ বাবুলের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ২৭টি মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক চন্দন দেবনাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিরিচ বাবুলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও তিনটি খেলনার পিস্তার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।