
চট্টগ্রাম : দক্ষিণ চট্টগ্রামে সাংবাদিকতার প্রিয়মুখ শহীদ উদ্দিন চৌধুরী (৫৫) আর নেই। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চন্দনাইশের নিজ বাড়িতে তিনি ই্ন্তেকাল করেন। তিনি কিছুদিন ধরে হৃদরোগ সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।
শহীদ উদ্দিন চৌধুরী দৈনিক সমকালের দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি ও আজাদীর চন্দনাইশ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক, দৈনিক যুগান্তরের প্রাক্তন ব্যুরোপ্রধান ও বিশেষ প্রতিনিধি জসিম চৌধুরী সবুজের আপন ছোটভাই। কাছাকাছি সময়েই তারা সাংবাদিকতা শুরু করেন। একটা সময়ে জসিম চৌধুরী সবুজ শহরমুখী হলেও শহীদ উদ্দিন চৌধুরী গ্রামেই থেকে যান।
সাংবাদিকতায় বৃহত্তর পরিসরে, বড় হাউজে দায়িত্ব পালনের মতো যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও গ্রাম আর গ্রামের মানুষ ছেড়ে কোথাও যাননি তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মেঠোপথ, মেঠো মানুষদের আকড়ে থেকেছিলেন শহীদ।
তাঁর মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সজ্জন, সদালাপী, ভদ্র, বিনয়ী আচরণের জন্য সবার মুখে মুখে ফিরছেন তিনি।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-লোহাগাড়া) থেকে নির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে এক শোকবার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
একুশে/এটি