শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সৌদিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, তিনদিন ধরে আটকে আছেন ৪৬৫ যাত্রী

| প্রকাশিতঃ ২৮ মার্চ ২০১৯ | ২:৩৬ অপরাহ্ন

ঢাকা : ৪৬৫ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে মঙ্গলবার রাত ১২টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়ে সৌদিয়া এয়ারলাইন্সের বিমান এসবি-৩২৫৩। এর পরপরই বিমানটিতে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। শুরু হয় যাত্রীদের উদ্বেগ-উৎকণ্ঠা, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি।

কখনো কোলকাতা, কখনো চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর অবতরণের চেষ্টা করে এক ঘণ্টার মাথায় যান্ত্রিক ত্রুটির ঘোষণা দিয়ে বিমানটি ফের অবতরণ করে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর।

বুধবার ভোর ৪টায় যাত্রীদেরকে বিচ্ছিন্নভাবে উত্তরার কয়েকটি হোটেলে নিয়ে যাওয়া হয়। সেই থেকে ৪৬৫ জন যাত্রী সৌদিয়া এয়ারলাইন্সের পক্ষ থেকে ব্যবস্থা করা হোটেলে অবস্থান করছেন। তাঁদের বেশিরভাগই পবিত্র ওমরা পালনের জন্য সৌদি আরব যাচ্ছিলেন।

এদিকে তিন দিন পার হতে চললেও ভাগ্যে কী ঘটছে তা নিয়ে উৎকণ্ঠায় আছেন যাত্রীরা। অভিযোগ রয়েছে, সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষের কেউ যাত্রীদের সঙ্গে যোগাযোগ করছেন না। যাত্রীদের পক্ষ থেকে তাদের ঢাকা অফিসে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।

উত্তরার ৯ নং সেক্টরে হোটেল গ্রান্ড প্লাজায় রাখা হয়েছে ৭২ জন যাত্রী। এদের একজন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আকবর চৌধুরী। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে ও নিকটাত্মীয়দের সঙ্গে তিনি পবিত্র ওমরাহ পালনে যাচ্ছিলেন। ওমরা হজের আনুষ্ঠানিকতা শেষ করে আগামি ১১ এপ্রিল তাদের দেশে ফেরার কথা ছিল। বিমানে যান্ত্রিক ক্রুটির কারণে তাদের সব পরিকল্পনা এলোমেলো হয়ে গেছে।

আলী আকবর চৌধুরী বলেন, তিন দিন পার হতে চললো। আমাদেরকে হোটেলে তুলে দেবার পর তাদের আর খোঁজ নেই। আমাদের পরবর্তী ফ্লাইট কখন কিছুই জানতে পারছি না। তাদের একটি ল্যান্ড ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কাউকে পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি।