শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

খাতুনগঞ্জে চিনির দাম লাফিয়ে বাড়ছে

| প্রকাশিতঃ ২৯ সেপ্টেম্বর ২০১৬ | ৩:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের পাইকারী পণ্যের বাজার খাতুনগঞ্জে চিনির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বেসরকারি মিল মালিক ও ব্যবসায়ীদের কারসাজিতে চিনির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে অভিযোগ উঠেছে।

একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, খাতুনগঞ্জে বৃহস্পতিবার প্রতি মণ চিনি বিক্রি হয়েছে ২ হাজার ৪৩০ টাকায়। তবে গত সোমবার বিক্রি হয় ২ হাজার ৪৫০টাকায়। সে হিসেবে চিনির দাম কিছুটা কমেছে। কিন্তু কোরবানির ঈদের আগে এই চিনি মণ প্রতি বিক্রি হয় ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকায়।

জানা গেছে, গ্রীষ্ম মৌসুমে ও রোজার সময় চিনির ব্যবহার বেড়ে যায়। দ্বিগুণ চাহিদা সৃষ্টি হওয়ায় প্রতিবছর এ সময় পণ্যটির কৃত্রিম সংকট তৈরী করে দাম বাড়ান ব্যবসায়ীরা। গত কয়েক বছর ধরে চিনির দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে বেসরকারি মিল মালিকরা সরবরাহ সংকট সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে।

খাতুনগঞ্জ বাজারের পাইকারি ব্যবসায়ী মীর মোঃ হাসান বলেন, চিনির সরবরাহ কম, চাহিদা বেশি। সরকারি কারখানায় উৎপাদন নেই। বেসরকারি কারখানায় বশিরভাগ চিনি উৎপাদিত হচ্ছে। তারাই বাজার নিয়ন্ত্রণ করছে। তারা কৃত্রিম সংকট সৃষ্টি করে চিনির দাম বাড়িয়েছে।

এদিকে খুচরা পর্যায়েও চিনির দাম বেড়েই চলেছে। বৃহস্পতিবার চট্টগ্রামের বাজীর দেউড়ী বাজারে চিনি কেজি প্রতি বিক্রি হয় ৭৫ টাকায়।

খুচরা ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, কোরবানির আগেও ৬৫ টাকায় চিনি বিক্রি করেছি। কিন্তু পাইকারী বাজারে চিনির দাম বেড়ে যাওয়ায়, আমাদেরকেও দাম বাড়াতে হচ্ছে।