রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

নারীদের স্বাবলম্বী করতে বিশেষ ঋণসুবিধা দিবে ইউসিবি : রুকমিলা জামান

| প্রকাশিতঃ ১৭ এপ্রিল ২০১৯ | ১১:৩৫ অপরাহ্ন

চট্টগ্রাম : নগরীর রেডিসন ব্লু বে ভিউ হোটেলে ৩ দিন ব্যাপী প্রি রমাদান এক্সিবিশন উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান রুকমিলা জামান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও কার্যক্রম পরিচালনা করছেন। তার উদার মানসিকতার কারণেই আমরা বিশ্বমঞ্চে আজ প্রতিষ্ঠিত। বাংলাদেশ আজ গর্বিত। বর্তমান সরকার নারী উদ্যোক্তাদের পাশে সবসময় আছে এবং থাকবে। নারী উদ্যোক্তাদের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।

বুধবার এমএন্ডএম বিজনেস কমিউনিকেশন আয়োজিত এই এক্সিবিশন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, এখন আর নারীরা ঘরে বসে নেই। আত্মপ্রত্যয় নিয়ে কাজ করছে। ক্ষুদ্র উদ্যোক্তা নারীদের জন্য ঋণ জটিলতা নিরসনে শীঘ্রই বিশেষ সুবিধা দিবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

এমএন্ডএম বিজনেস কমিউনিকেশন এর কর্ণধার মানজুমা মোর্শেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্ট্রিজ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাঃ মুনাল মাহবুব, পিটুপি ফ্যামিলির পরিচালক সাদমান সাফা শেফা।

এমএন্ডএম বিজনেস কমিউনিকেশন-এর কর্ণধার মানজুমা মোর্শেদ জানান, মেলায় দেশ বিদেশের বিভিন্ন প্রসিদ্ধ ফ্যাশন হাউজের প্রায় ৩০টি স্টল অংশ নিয়েছে। মেলায় দেশ-বিদেশী বিভিন্ন কালেকশনসহ রয়েছে ডিজাইনার পোশাক, জুয়েলারি, কসমেটিক্সসহ নানান রুচিশীল পোশাকের সমাহার।

মেলা সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ১৯ এপ্রিল মেলা শেষ হবে।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি