
ঢাকা : স্মার্টফোন আমদানীর শুল্ক ২৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, দেশের বিত্তবান লোকজন স্মার্টফোন ব্যবহার করে বিধায় এর আমদানি শুল্ক বৃদ্ধি করে ২৫ শতাংশ করার প্রস্তাব করছি।
বর্তমানে স্মার্টফোন ও ফিচার ফোনে আমদানি শুল্ক ১০ শতাংশ।
অন্যদিকে ফিচার ফোন ‘নিম্ন আয়ের মানুষ ব্যবহার করে বিধায়’ তার আমদানি শুল্ক হার আগের মতোই ১০ শতাংশ রাখার প্রস্তাব করেছেন তিনি।
এছাড়া মোবাইল ফোনের চার্জার কানেকটর পিন ও সিম স্লট ইজেকটর পিনের উপর শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
পাশাপাশি মোবাইল ফোনের সিমকার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী এ প্রস্তাব করেছেন।
বর্তমানে বাংলাদেশে বছরে প্রায় ১০ হাজার কোটি টাকার স্মার্টফোন বিক্রি হয়।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, অর্থমন্ত্রীর প্রস্তাবে দেশে স্মার্টফোন সংযোজনারীরা লাভবান হলেও আমদানি করা ফোনের দামে বেড়ে যাবে।
একুশে/এসসি