চট্টগ্রাম: পাহাড়, নদী ও সাগর বেষ্টিত বন্দর নগরী চট্টগ্রাম ব্যবসা-বাণিজ্যের জন্য উৎকৃষ্ট স্থান বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এ্যালিসন ব্লেইক। এ জন্য সে দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের এ অঞ্চলে বিনিয়োগের জন্য অনুপ্রাণিত করবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
বুধবার দুপুরে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকমন্ডলীর সাথে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
হাইকমিশনার এ্যালিসন ব্লেইক বলেন, দু’দেশের সুদীর্ঘ কালের অংশীদারিত্ব রয়েছে। তাই বাংলাদেশের অগ্রগতি মানে ব্রিটেনেরও অগ্রগতি। এসময় তিনি দারিদ্র বিমোচন, অর্থনৈতিক অগ্রগতি, জলবায়ু মোকাবেলাসহ উন্নয়ন খাতে তাঁর সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব বলে মন্তব্য করেন।
চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের ৩য় বৃহৎ রপ্তানি বাজার এবং শিক্ষা ও বিনিয়োগের উন্নয়নে অন্যতম সহযোগী রাষ্ট্র। বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থিতিশীলভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে এক্ষেত্রে আরো প্রবৃদ্ধি অর্জনের সুযোগ রয়েছে। তিনি চট্টগ্রামে নির্মিতব্য দু’টি বিশেষায়িত অঞ্চলে সম্ভাবনাময় খাতে ব্রিটিশ বিনিয়োগের আহবান জানান।
সভায় চেম্বারের সিনিয়র ভাইস- প্রেসিডেন্ট নুরুন নেওয়াজ সেলিম, ভাইস- প্রেসিডেন্ট সৈয়দ জামাল আহমেদ এবং পরিচালক মাহফুজুল হক শাহ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।