শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রাম টেস্টে রিভিউ নেওয়ার রেকর্ড

| প্রকাশিতঃ ২১ অক্টোবর ২০১৬ | ৭:৫৮ অপরাহ্ন

চট্টগ্রাম: ইংল্যান্ডের প্রথম ইনিংসে ১৬ ওভারের তৃতীয় বল। মিরাজের দুর্দান্ত ডেলিভারী ব্যাট ছোঁয়াতে পারেননি মঈন। টাইগারদের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। অনিশ্চিত ভেবে রিভিউ নেননি অধিনায়ক মুশফিকুর রহিম। পরে প্রযুক্তির সাহায্যে দেখা যায়, সেটি আউট ছিল। মুফফিকরা রিভিউ নিলে বিদায় নিত ইংল্যান্ডের এই বাঁহাতি ব্যাটসম্যানকে। সে সময়ে ১ রানে ‘জীবন’ যাওয়া মঈন শেষ পর্যন্ত দলের সর্বোচ্চ ৬৮ রান করেন।

চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসটাতে দুই দল মিলে নিয়েছিল ১০টা রিভিউ। এক ইনিংসে সর্বোচ্চ রিভিউ নেওয়ার রেকর্ড এটি। ১০ রিভিউয়ে ৮টি গেছে ইংল্যান্ডের পক্ষে। বাকি দুটি বাংলাদেশের। সবমিলিয়ে প্রথম দিনেই রিভিউ নেওয়া হয়েছে সাতটি।

প্রথম ইনিংসের ১২ ওভারের শেষ বল। মেহেদী হাসান মিরাজের বলটা লাগে ব্যালান্সের পেছনের পায়ে। স্বাগতিকদের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার ক্রিস গ্যাফেনি। রিভিউ চান বাংলাদেশ অধিনায়ক। ফল বাংলাদেশের পক্ষেই আসে।

ইংলিশ ব্যাটসম্যান মঈন আলীতে তিনবার আউট ঘোষণা করেন অ্যাম্পায়ার কুমারা ধর্মসেনা। তিনবারই রিভিউ নেয় ইংল্যান্ড। আর প্রতিবারই ইংলিশ ব্যাটসম্যান নট আউট। প্রথমবার ইনিংসের ২৭তম ওভারের পঞ্চম বলে। পরেরটি লাঞ্চের পর প্রথম ওভারের দ্বিতীয় বলে। শেষেরটি একই ওভারের চতুর্থ বলে। সবগুলো বল করেন সাকিব আল হাসান।

মেহেদীর করা ৪৮তম ওভারের চতুর্থ বলটায় জোরালো আবেদন বাংলাদেশের। রিপ্লে দেখা গেল বলটা লেগ স্টাম্পের বাইরে দিয়ে যেত। আবারও বেঁচে যান মঈন। ৮৪তম ওভারে আবারও মিরাজের বলে রিভিউ নেয় বাংলাদেশ। ব্যাটসম্যান আদিল রশিদ। এবারও রিপ্লে দেখা গেল, বলটা লেগ স্টাম্পের বাইরে দিয়ে যেত।

শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতেও মিরাজের বলে রিভিউ নেয় বাংলাদেশ। আদিল আউট ঘোষণা দেন আম্পায়ার। ইংল্যান্ড রিভিউ নেয়। পরে প্রযুক্তিতে দেখা যায় বলটা লেগ স্টাম্পের বাইরে দিয়ে যেত। ১০২তম ওভারের প্রথম বলে তাইজুলের বলে স্টুয়ার্ট ব্রডের বিপক্ষে এলবিডব্লিউ জোরালো আবেদন বাংলাদেশের। আউট দেন আম্পায়ার ধর্মসেনা। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যায় ইংল্যান্ড। পরে দেখা যায় বলটা লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যেত। ১০৫তম ওভারের ৫ বলে মেহেদীর বলটা আলতো করে ব্রডের ব্যাটে লেগে সরাসরি মুশফিকের গ্লাভসে। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ।

বাংলাদেশের প্রথম ইনিংসের ৪২.৬ ওভারে তামিম ইকবালের গায়ে লেগে বল চলে যায় স্লিপে। অ্যাম্পায়ার ধর্মসেনা আউট ঘোষণা করেন। রিভিউ নিয়ে ‘নট আউট’ হন তামিম।

৬৪.৩ ওভারে ওকসের বল মুশফিকের প্যাডে লাগে। সফরকারীরা আবেদন করলে সাড়া দেননি অ্যাম্পায়ার। রিভিউয়ের আবেদন করা হয়। কিন্তু সফল হয়নি ইংলিশরা।