আফগানিস্তানের মধ্যাঞ্চলের ঘোর প্রদেশে কমপক্ষে ৩০ বেসামরিক মানুষকে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস) নামধারী জঙ্গিরা। প্রদেশের গভর্নর নাসির খাজেহ বুধবার সাংবাদিকদের বলেন, আইএস জঙ্গিরা শিশুসহ ৩০ বেসামরিক নাগরিককে জিম্মি করার পর তাদেরকে হত্যা করেছে।
তবে আইএস এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এর দায় স্বীকার করেনি।
বিবিসি জানায়, ভেড়া পালের সঙ্গে থাকা সাধারণ নাগরিক জ্বালানি কাঠ সংগ্রহের জন্য বের হলে তাদের জিম্মি করে আইএস। এ সময় পুলিশ আইএসের সদস্যদের কাছ থেকে জিম্মিদের উদ্ধারের চেষ্টা করে। এ ঘটনায় এক আইএস সদস্য নিহত। তার প্রতিশোধ নেয়ার জন্য আইএস ৩০ জন বা তারও বেশি আফগান নাগরিককে হত্যা করেছে বলে ধারণা করছে প্রদেশটির গভর্নর।
উল্লেখ্য, আফগানিস্তানে তালেবানদের সঙ্গে পাল্লা দিয়ে হত্যা-খুন চালাচ্ছে আইএস। তাদের লক্ষ্য যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে তালেবানদের হটিয়ে শক্ত অবস্থান তৈরি করা। মধ্য আফগানিস্তানে আইএস নামক জঙ্গি গোষ্ঠীটির কোন শক্ত ঘাঁটি নেই। সে কারণে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির সরকার।