শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বিপিএলে তিন ক্রিকেটারকে অনুমতি দেয়নি পিসিবি

| প্রকাশিতঃ ২৮ অক্টোবর ২০১৬ | ৬:১৬ অপরাহ্ন

bplবিপিএল খেলতে ৮ পাক ক্রিকেটারের মধ্যে তিনজনকে অনুমতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এনওসি না পাওয়া ক্রিকেটাররা হলেন, শারজিল খান, বাবর আজম এবং অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ।

তবে শহীদ আফ্রিদি-শোয়েব মালিকসহ ১৫ পাকিস্তানি ক্রিকেটারকে অনুমোতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, জানিয়েছে দেশটির ইংরেজী দৈনিক দি এক্সপ্রেস ট্রিবিউন।

বিপিএল চলাকালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সিরিজ থাকায় তিন ক্রিকেটার এনওসি পাননি। এবারের বিপিএলে শারজিল খান ও বাবর আজমকে দলে টানে রংপুর রাইডার্স, আর অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে দলে ভিড়িয়েছিল বরিশাল বুলস।