চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রসংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিগত ছয় বছরের ন্যায় এবারো ছাত্রলীগ মনোনীত প্যানেল বিনাপ্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়েছে।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডাঃ সৈয়দ মোঃ মোর্শেদ মাওলা বিজয়ীদের নাম ঘোষণা করেন। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ছাত্রলীগের চমেক শাখার দপ্তর সম্পাদক ফয়সাল কবির জয়।
নতুন ছাত্রসংসদের বিজয়ীরা হলেন- সহ-সভাপতি এএসএম আরমান উল্লাহ চৌধুরী, উপ সহ-সভাপতি সীমান্ত রায়, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ এবং সহ সাধারণ সম্পাদক মোসফেকুস সালেহীন রিমন।