শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

শিবু পাল সভাপতি, মাস্টার খোকন সাধারণ সসম্পাদক
| প্রকাশিতঃ ২০ সেপ্টেম্বর ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ন


লোহাগাড়া প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পাবলিক হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী রতন কান্তি দাশের সভাপতিত্বে সম্মেলন উদবোধন করেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত।

এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম দেব।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ, লোহাগাড়া উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নিবাস দাশ সাগর।

লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা. রিটন দাশের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাস্টার সুজিত পাল, সুভাষ চন্দ্র নাথ, অধ্যাপক স্বপন কুমার চৌধুরী, মাস্টার প্রদীপ কুমার দাশ, ডা. সাধন মিত্র, সাবেক সাধারণ সম্পাদক প্রসেনজিৎ পাল, মাস্টার গোপাল কান্তি বড়ুয়া ও অর্থ সম্পাদক প্রভাষক বাবলু শংকর নাথ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সবার সম্মতিক্রমে আধুনগর ইউপির প্যানেল চেয়ারম্যান শিবুরঞ্জন পালকে সভাপতি, মাস্টার খোকন কান্তি নাথকে সাধারণ সম্পাদক, কাঞ্চন আচার্য্যকে অর্থ সম্পাদক ও রাজিব রুদ্রকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি আগামী দুই বছরের জন্য ঘোষণা দেয়া হয়।