চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি-৩’ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ‘ঝাপসা জালিয়াতির’ মাধ্যমে উত্তর চিহ্নিত থাকার অভিযোগ উঠায় ঐ ইউনিটের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে ভর্তি কমিটি।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর ড. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মৌখিক পরীক্ষা স্থগিতের এ নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরীর মৌখিক নির্দেশে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিবিএ প্রোগ্রামের ‘সি-৩’ ইউনিট (বিজ্ঞান শাখা) ভর্তি প্রার্থীর জন্য আগের ঘোষিত ৭ নভেম্বরের সাক্ষাৎকার স্থগিত করা হলো। এ-সংক্রান্ত পরবর্তী বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এর আগে গত সোমবার অনুষ্ঠিত সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষার ‘কিছু’ প্রশ্নপত্রের সবকটি প্রশ্নের সঠিক উত্তর ঝাপাসা করে দাগানো ছিলো বলে অভিযোগ তোলে ঐ ইউনিটে পরীক্ষা দেয়া একাধিক শিক্ষার্থী। তারা অভিযোগ করেন, সি-৩ ইউনিটের নৈব্যর্ত্তিক প্রশ্নপত্রের যে উত্তরটি সঠিক সেটি সুকৌশলে ঝাপসা করে দেয়া হয়েছে। এমনকি সেখানে ছোট ছোট দাগ দিয়ে বুঝানো হয়েছে এটিই সঠিক উত্তর। মোটা অংকের টাকার বিনিময়ে একটি জালিয়াত চক্র এ কাজটি করেছে বলেও অভিযোগ করেন পরীক্ষার্থীরা।