পাকিস্তানের করাচীতে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ১৭ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ জন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার করাচীর লানদি রেলওয়ে স্টেশনের কাছে জাকিরা এক্সপ্রেস নামের একটি ট্রেনের সঙ্গে ফারিদ এক্সপ্রেস নামের আরেকটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি ট্রেনের বেশ কয়েকটি বগি দুমড়ে মুচড়ে যায়। হতাহতের ঘটনা ঘটে।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে এবং ওই রেললাইনে ট্রেন চলাচল বন্ধ আছে। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।