
ঢাকা: ব্যান্ড তারকা ও গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু
ব্যান্ড তারকা ও গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী শুক্রবার। মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে আয়োজন করা হয়েছে দোয়া মাহফিল ও আলোচনা সভা।
সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারের একটি কমিউনিটি হলে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজক ঢাকায় অবস্থিত চট্রগ্রাম মিউজিশিয়ান।
আয়োজন প্রসঙ্গে গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘বাচ্চু আমাদের মাঝে নেই, এটা মেনে নিতে এখনো কষ্ট হয়। ও আমাদের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। ওর আত্মার মাগফিরাত কামনায় আমাদের এই আয়োজন। সবার ওর জন্য দোয়া করবেন।’
মাহমুদ জঙ্গী জানান, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত থাকবেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, ফুয়াদ নাসের বাবু, মাকসুদ, পিয়ারু খান, পার্থ বড়ুয়া, শহীদ মাহমুদ জঙ্গী, এস আই টুটুল এবং লতিফুল ইসলাম শিবলীসহ অনেকে।
উল্লেখ্য, গত বছর ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে যান আইয়ুব বাচ্চু। মাত্র ৫৬ বছর বয়সেই থেমে যায় কিংবদন্তী এই শিল্পীর রূপালি গিটার। গত ২০ অক্টোবর চট্টগ্রামে চৈতন্য গলি কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন আইয়ুব বাচ্চু।