শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

নিষেধাজ্ঞা অমান্য: চবিতে ঝুলছে ছাত্রলীগ নেতার ব্যানার

| প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০১৬ | ৭:৫৪ অপরাহ্ন

screenshot_7চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ থাকার পরও ঝুলানো হয়েছে রাজনৈতিক সংগঠনের ব্যানার। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পরদিন থেকে বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী মোড়, জিরোপয়েন্ট ও বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যানার ঝুলতে দেখা গেছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরীকে অভিনন্দন জানিয়ে এসব ব্যানার ঝুলিয়েছেন চবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াসের অনুসারীরা।

সরেজমিন দেখা গেছে, বিশ্ববিদ্যালয় কাটা পাহাড়, জিরোপয়েন্ট ও সোহরাওয়ার্র্দী মোড়ে ঝুলানো হয়েছে বিশাল আকৃতির ব্যানার। এসব ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের নব মনোনীত সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছের ছবি রয়েছে।

ব্যানারে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন চবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগ থেকে বিভিন্ন ছাত্র সংগঠন ব্যানার ঝুলায় বিশ্ববিদ্যালয় জুড়ে। এ কারণে গোটা বিশ্ববিদ্যালয় ঢাকা পড়ে এসব ব্যানারের ভাঁজে। এমনকি এসব ব্যানারে কারণে দেখা যায় না বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য দেওয়া নির্দেশনা বোর্ডও। ব্যানার ঝুলতে থাকে মুল ফটকে। এছাড়া ব্যানারে ঢাকা পড়ে যায় পাহাড় ঘেরা বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতি সৌন্দর্য।

এসব কারণে চলতি বছর ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয় হল ও বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকা ছাড়া সকল স্থানে যে কোন সংগঠনের ব্যানার ঝুলানো নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পরদিনই বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী মোড়, মূল সড়ক ও জিরোপয়েন্টে বড় পরিসরে ব্যানার ঝুলিয়ে দিয়েছেন চবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াসের অনুসারীরা।

চবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ এ বিষয়ে একুশে পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে রাজনীতি রয়েছে। এখান থেকে বের হয়ে জাতীয় সংসদে কথা বলছেন অনেক নেতা। ভর্তি পরীক্ষা সময় ব্যানার ঝুলানোতে নিষেধ করার যৌক্তিকতা রয়েছে। কিন্তু পরীক্ষার পর ব্যানার ঝুলানোয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আপত্তি কোন অবস্থাতেই যৌক্তিক নয়। ব্যানার ঝুলানো নিয়ে আপত্তি না তুলে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত বিশ্ববিদ্যালয়ে যে শান্তিশৃঙ্খলার অবনতি ঘটছে তা নিয়ে সক্রিয় হওয়া।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী চট্টগ্রামের মানুষের জন্য একজন নেতা বাছাই করে দিয়েছেন। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারসহ সকলের জন্য গৌরবের। ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলকে চবির নবীন শিক্ষার্থীদের সামনে তুলে ধরতেই এসব ব্যানার ছাত্রলীগের নেতাকর্মীরা লাগিয়েছে। এতে আপত্তির কিছু থাকতে পারেনা।’

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী প্রক্টর বলেন, ‘ব্যানারের কারণে ভর্তিচ্ছুদের বিভিন্ন নির্দেশনা সম্বলিত প্ল্যাকার্ডগুলো দেখা যায়না। গোটা বিশ্ববিদ্যালয়টাই যেন ব্যানারের পেছনে ঢাকা পড়ে। তাই বিশ্ববিদ্যালয় হল ও স্টেশন এলাকা ছাড়া বাকি এলাকাগুলোতে ব্যানার ঝুলানো নিষিদ্ধ করা হয়েছে।’