
ঢাকা: ভারত পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। ব্যাঙ্গালুরুর কৃষকদের চাপের মুখে দেশটির সরকার এ সিদ্ধান্ত নেয়।
জানা গেছে, ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞার পর বাজারে বড় ধরনের ধস নামে। সর্বকালের সবচেয়ে কম দামে দেশটিতে পেঁয়াজ বিক্রি হয়েছে। ব্যাঙ্গালুরু প্রতি কেজি পেঁয়াজ ৬ থেকে ১০ রুপিতে বিক্রি হয়। ন্যায্যমূল্য না পেয়ে দেশটির কৃষকরা পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিতে চাপ দেয়। তাদের স্বার্থ সংরক্ষণে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। খবর বাণিজ্য মন্ত্রণালয় সূত্রের।
কয়েক মাস আগে দেশে ব্যবসায়ীদের কারসাজিতে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যায়। এর পর ১৩ সেপ্টেম্বর ভারত পেঁয়াজের রপ্তানিমূল্য দাম বাড়িয়ে দেয়। এ অবস্থায় দ্বিতীয় দফা পেঁয়াজের দাম বাড়ে। ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানির ওপর ভারত নিষেধাজ্ঞা আরোপ করে। এ অবস্থায় বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম হু-হু করে বাড়তে থাকে। গত এক মাসের ব্যবধানে বাংলাদেশে পেঁয়াজের দাম তিনগুণ বৃদ্ধি পায়। বর্তমানে বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা কেজি। উল্লেখ্য, ভারতে পেঁয়াজ আমদানি বড় ক্রেতা বাংলাদেশ।
সূত্র জানায়, ভারতের ব্যাঙ্গালুরু থেকে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার। গত ২৮ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য শাখার এক আদেশে এ অনুমতি দেওয়া হয়। আদেশে শুধু কর্ণাটক রাজ্যে উৎপাদিত ‘ব্যাঙ্গালুর গোলাপি পেঁয়াজ’ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট গোলাম রহমান বলেন, ভারতের এমন সিদ্ধান্তে বাংলাদেশে ইতিবাচক প্রভাব পড়বে। এ অবস্থায় পেঁয়াজ আটকে রাখতে পারবে না। কারণ এটি পচনশীল পণ্য। ভারতের এমন সিদ্ধান্তে শিগগির বাংলাদেশের পেঁয়াজের দাম কমে যাবে।