
চট্টগ্রাম : রাউজান পৌরসভার সাবেক কমিশনার জাহাঙ্গীর আলম চৌধুরী আর নেই।
শনিবার সকাল ৮ টায় নগরীর এক বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল তার ৪৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অনেক বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী রেখে যান।
আজ শনিবার বাদে মগরিব নামাজে জানাজা শেষে রাউজান জানালিহাট পার্শ্বস্হ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রয়াত জাহাঙ্গীর রাউজান পৌরসভার ৪ নং ওয়ার্ড সুলতানপুর অংশের কমিশনার ছিলেন ২০০৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। তাঁর দুটো কিডনিই প্রায় অকেজো হয়ে গিয়েছিল।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি