শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চবির ‘সি-৩’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল, নতুন তারিখ ঘোষণা

| প্রকাশিতঃ ৯ নভেম্বর ২০১৬ | ৬:৫৪ অপরাহ্ন

cu chittagong universityচবি: ‘ঝাপসা জালিয়াতির’ মাধ্যমে প্রশ্নপত্রেই উত্তর চিহ্নিত ছিলো এমন অভিযোগ উঠায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি-৩’ ইউনিট এর ভর্তি পরীক্ষা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে ঐ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৫ নভেম্বর শুক্রবার সকালে পুনরায় নেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে উপাচার্য সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দীন চৌধুরী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ‘সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষার বিষয়ে অভিযোগ ওঠার পর পরই আমরা ইউনিটটির মৌখিক পরীক্ষা স্থগিত করে দিই। অভিযোগ খতিয়ে দেখতে ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করি। তদন্ত কমিটি বুধবার সকালে আমাকে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। তাদের প্রতিবেদনের ভিত্তিতে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং কঠোর গোপনীয়তা রক্ষা করে সম্পন্ন করার যে ঐতিহ্য রয়েছে তা কোনভাবেই যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ যোগ করেন তিনি।

প্রসঙ্গত, ৩১ অক্টোবর বিকেলে বাণিজ্য অনুষদভুক্ত সি-২ ও সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, প্রশ্নপত্রে ‘ঝাপসা জালিয়াতির’ মাধ্যমে সঠিক উত্তরটি চিহ্নিত করা ছিলো। বিষয়টি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হলে ঐ ইউনিটের মৌখিক পরীক্ষা স্থগিত করে অভিযোগ তদন্তে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহামেদ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহম্মেদকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়। আর তাদের প্রতিবেদনের ভিত্তিতে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।