শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বৃষ্টি থাকবে আরও দুদিন : আবহাওয়া অধিদপ্তর

| প্রকাশিতঃ ১০ নভেম্বর ২০১৯ | ৫:০৩ অপরাহ্ন


ঢাকা: উপকূল অতিক্রম করার পর ঘূর্ণিঝড় বুলবুল একেবারে দুর্বল হয়ে গেছে। তবে আরও দুদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে। পুরোপুরি শুষ্ক আবহাওয়া আসতে আরও তিন থেকে চার দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ এ তথ্য জানান।

শামসুদ্দিন আহমেদ জানান, প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ একেবারে দুর্বল হয়ে গেছে। তবে এর রেশ থাকবে আরও দুদিন।এতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগামী দুদিন থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে বাংলাদেশের কোথাও আর মহাবিপদ সংকেত নেই বলে জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক।

এর আগে সকালে আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেছিলেন, ‘রংপুর অঞ্চল ছাড়া সারা দেশেই বৃষ্টি হতে পারে। তবে দেশের মধ্যভাগে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত আরও বাড়বে। সেইসঙ্গে কিছুটা বাতাসও থাকবে।

সরকারি হিসাবে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে দুজন নিহত ও আহত হয়েছেন ৩০ জন। এ ছাড়া ঝড়ে চার থেকে পাঁচ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।