রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

পটিয়ায় আয়কর মেলা শুরু রোববার

| প্রকাশিতঃ ১৬ নভেম্বর ২০১৯ | ৬:৫৩ অপরাহ্ন


চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় আগামীকাল রোববার সকাল ১০টা থেকে দুই দিনব্যাপী আয়কর মেলা শুরু হতে হতে যাচ্ছে। পটিয়া উপজেলা পরিষদ হল রুমে মেলার উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।

চট্টগ্রাম কর অঞ্চল-১ এর অতিরিক্ত কর কমিশনার মিজ সফিনা জাহান সভাপতিত্বে এতে বিশেষ অতিথি থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ।

এ উপলক্ষে শনিবার স্থানীয় সংবাদকর্মীদের সাথে পটিয়া কর অফিসে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত সহকারী কর কমিশনার সার্কেল-২২ (পটিয়া) ও সদস্য আয়কর মেলা-২০১৯ উদযাপন কমিটি কর অঞ্চল-১।

মতবিনিময় সভায় তিনি জানান, মেলায় ই-টিএন প্রদান, আয়কর রিটার্ন পূরণে সহায়তা, আয়কর রিটার্ন গ্রহণ ও আয়কর সংক্রান্ত অন্যান্য সেবা ও পরামর্শ প্রদান করা হবে।

তিনি আরো বলেন, দেশের উন্নয়ন করদানের বিকল্প নেই। আগে মানুষ কর বললে ভয় পেত। এখন কর আদায় সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে।