রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রামে আয়কর মেলার তৃতীয় দিনে আদায় ৭৪ কোটি টাকা

| প্রকাশিতঃ ১৬ নভেম্বর ২০১৯ | ৭:৫১ অপরাহ্ন


চট্টগ্রাম: চট্টগ্রামে আয়কর মেলার তৃতীয় দিনে আদায় হয়েছে ৭৪ কোটি টাকা ৫ লক্ষ ৮৭ হাজার ৬৪১ টাকা।

চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা এবং সীতাকুন্ড ও টেকনাফ উপজেলায় চলছে আয়কর মেলা।

আজ মেলার তৃতীয় দিনে চট্টগ্রামে ৭৩ কোটি ২৬ লক্ষ ৪৫ হাজার ২ শত ৯২ টাকা, কক্সবাজারে ৩১ লাখ ৪৭ হাজার ৬ শত ৭৭ টাকা, রাঙ্গামাটিতে ২ লাখ ৯৭ হাজার ১৫ টাকা, বান্দরবানে ৩ লাখ ১৪ হাজার ৪ শত ৭০ টাকা, খাগড়াছড়িতে ১ লাখ ৬০ হাজার ৩ শত ৫২ টাকা, সীতাকুন্ডে ৩০ লাখ ১ হাজার ১ শত ৭৩ টাকা, টেকনাফে ১০ লক্ষ ২১ হাজার ৬ শত ৬২ টাকা আদায় হয়েছে।

আজ মেলা থেকে করসেবা গ্রহণ করেছেন ৫১ হাজার ৪৭ জন। এর মধ্যে চট্টগ্রামে ৪৭ হাজার ৩২১ জন, কক্সবাজার জেলায় ১ হাজার ৪৫৮ জন, রাঙ্গামাটি জেলায় ৪৫৩ জন, বান্দরবানে ২৮৭ জন, খাগড়াছড়িতে ৩৮৯ জন, সীতাকুণ্ডে ৬৫৪ জন এবং টেকনাফ উপজেলায় ৪৮৫ জন।

আজ তৃতীয় দিনে রিটার্ন জমা হয়েছে ৮ হাজার ৫৬৯ টি। এর মধ্যে চট্টগ্রামে ৬ হাজার ৭১২টি, কক্সবাজারে ৯৩৯টি, রাাঙ্গামাটিতে ২২১ টি, বান্দরবানে ৬৫টি, খাগড়াছড়িতে ১০৩টি. সীতাকুন্ড উপজেলায় ৩১৯টি এবং টেকনাফ উপজেলায় ২১০টি।

চট্টগ্রামে শনিবার ৩৬১ জন নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন। অন্য জেলা ও উপজেলাগুলোতে কেউ নতুন ই-টিআইএন গ্রহণ করেননি।