চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার লালদীঘি এলাকা থেকে ১৪ হাজার টাকার জালনোটসহ দুইজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে লালদীঘির পাড় এলাকার হোটেল প্যারাগনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ আফছার (২০) ও মোহাম্মদ ইসলাম (৩০)। দুইজনের বাড়িই কক্সবাজারের টেকনাফে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে এক হাজার টাকার ১০টি ও ৫০০ টাকার আটটি জালনোট পাওয়া গেছে। কিছুদিন ধরে টেকনাফ থেকে জালনোট সংগ্রহ করে তারা চট্টগ্রাম নগরীতে তা সরবরাহ করে আসছিল। এ ঘটনায় শুক্রবার কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।