আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় “অ্যান্টিবায়োটিকের সফলতার, আমি-আপনি অংশীদার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (২৪ নভেম্বর) দুপুরে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার উদ্যোগে আনোয়ারা সদর থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দীনের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোরশেদ।
বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. রবিউল আলম। মূল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ডা.অদিতি দাশ। উপস্থিত ছিলেন ডা. মনোয়ারা সুলতানা রোজী, ডা. ফারজানা আকতার, ডা. তুলি দত্ত প্রমুখ।
সভায় বক্তরা বলেন, অ্যান্টিবায়োটিক ওষুধ সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া এর বিক্রি ও ব্যবহার ঠিক নয়। অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক গ্রহণ দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা নষ্ট করে।
অ্যান্টিবায়োটিক ব্যবহারে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর উপর জোর দেন বক্তরা।