চট্টগ্রাম: নগরীর কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় শাহ আমানত সেতুর একপাশ অবরোধ করে বিক্ষোভ করেছে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত সড়ক অবরোধকালে তারা ইউনিক পরিবহনের এটি বাসে ভাংচুর চালিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের চন্দনাইশ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম নগরের দিকে আসছিল একটি বাস। এসময় পটিয়ার শান্তিরহাট এলাকায় ওই বাসের সঙ্গে ইউনিক পরিবহনের একটি বাসের ধাক্কা লাগে। এসময় বিজিসি ট্রাস্টের বাসগুলো থেকে শিক্ষার্থীরা নেমে ইউনিক পরিবহনের বাসটিতে হামলা চালাতে উদ্যত হলে স্থানীয় লোকজন বাধা দেয়।
এমনকি স্থানীয় লোকজন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয় থেকে আসা আরও কয়েকটি বাসের শিক্ষার্থীরা মইজ্জ্যারটেক এলাকায় শাহ আমানত সেতুর প্রবেশমুখে আসার পর সড়কে নেমে বিক্ষোভ শুরু করে।
কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, কয়েক’শ শিক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ করে ও ইউনিক পরিবহনের একটি বাস ভাংচুর করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয় পুলিশ। বিকেল ৫টা থেকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।