বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

জিকা ভাইরাস : জরুরি অবস্থা তুলে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

| প্রকাশিতঃ ১৯ নভেম্বর ২০১৬ | ১০:২১ পূর্বাহ্ন

zikaদক্ষিণ আমেরিকাসহ আফ্রিকায় জিকা ভাইরাসের দ্রুত বিস্তারের পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যে জরুরি অবস্থা জারি করেছিল তা উঠিয়ে নেয়া হয়েছে। অবশ্য এখনো ভাইরাসটিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং স্থায়ী প্রভাব বিস্তারকারী হুমকি বলেই মনে করছে সংস্থাটি। খবর বিবিসির।

জরুরি অবস্থা জারির ৯ মাস পর তা উঠিয়ে নেয়ার ঘোষণা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এই ভাইরাস সবচেয়ে বড় উদ্বেগ হয়ে এসেছিল নবজাতকদের জন্যে। বিজ্ঞানীরা বলছেন, গর্ভবতী মা জিকা ভাইরাসে আক্রান্ত হলে তার অনাগত শিশুর মাথা স্বাভাবিকের চেয়ে ছোট হতে পারে, মস্তিষ্কের গঠন থাকতে পারে অসম্পূর্ণ। অন্তত ৩০টি দেশে এমন ত্রুটি সম্পন্ন শিশুর অস্তিত্ব পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মশার সঙ্গে সঙ্গে ভাইরাসটি যৌন মিলনের মাধ্যমেও ছড়িয়ে থাকে।

ল্যাটিন আমেরিকা, ক্যারিবীয় এলাকা এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন জিকা সংক্রমণ রোধে দীর্ঘস্থায়ী উপায় খুঁজছে।