শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে অস্ত্রসহ কেবল অপারেটর গ্রেফতার

| প্রকাশিতঃ ১৪ মে ২০১৬ | ৮:৪৭ পূর্বাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাহাড়তলিতে অস্ত্র ও গুলিসহ মোঃ খোরশেদ (৪০) নামে এক কেবল অপারেটরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তিনি পাহাড়তলির সরাইপাড়ায় মাল্টিভিশন কেবল টিভি নেটওয়ার্কের পরিচালক। শুক্রবার দিবাগত রাতে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া খোরশেদ (৪০) মিরসরাই উপজেলার আবু তোরাব বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি নগরীর পাহাড়তলি থানার শান্তা পুকুর পাড় এলাকায় বসবাস করতেন।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর-পশ্চিম) নাজমুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পাহাড়তলির সরাইপাড়ায় মাল্টিভিশন কেবল টিভি নেটওয়ার্কের অফিসে অভিযান চালানো হয়। এসময় অফিসে থাকা খোরশেদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন পাওয়া যায়। এ ঘটনায় পাহাড়তলী থানায় শনিবার মামলা দায়ের করা হয়েছে।