
চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বিশিষ্ট আলেম মরহুম মুহাম্মদ কাজী মুসা নঈমী (রহ:) এর স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ, ওমান।
গত ৩ জানুয়ারী ওমানে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান খলিলুর রহমানের আল মোছেনাস্থ বাসভবনে উক্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়
সংগঠনের চেয়ারম্যান মাওলানা আবু সেকান্দর নঈমীর সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মদ এমরান হোসাইন ও পরিকল্পনা সচিব মুহাম্মদ বেলাল উদ্দীনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান কাজী কামরুল হাসান শামীম।
স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাংগঠনিক সচিব মুহাম্মদ সাহাব উদ্দীন, অর্থ সচিব মোস্তফা রেজা, প্রচার সচিব হায়দার আলী, দপ্তর সচিব নুরুল আমিন, আন্তর্জাতিক সচিব জাহেদুল ইসলাম, প্রবাসী কল্যাণ বিষয়ক সচিব কামাল উদ্দীন সিকদার, মিডিয়া সচিব মোঃ শওকত আকবর মুন্না, মোঃ আলী হায়দার, মো. এরশাদ, মো. নুরুল আবছার প্রমূখ।
বক্তারা আল্লামা কাজী মুছা নঈমীর জীবনাদর্শের আলোচনা এবং স্মৃতিচারণ করে বলেন, মরহুম আল্লামা কাজী মুছা নঈমী (রহ:) কর্ম ও ভালবাসার মাধ্যমে সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরেছিলেন, যা তার ইন্তেকালের পর দৃশ্যমান হয়। মানুষ তার নিরলস শ্রম, ত্যাগ ও অবদানের জন্য আজীবন তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
এছাড়া রাঙ্গুনিয়ায় সুন্নিয়তের সাংগঠনিক ইতিহাসে আল্লামা কাজী মুছা নঈমী সাহেবের শ্রম, ত্যাগ ও অবদানের কথা তুলে ধরে বক্তারা আরো বলেন, আল্লামা কাজী মুছা নঈমীর (রহ:) এর সাংগঠনিক জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে নিজেদের দেশপ্রেমিক, সুনাগরিক ও প্রশিক্ষিত সংগঠনের কর্মী হিসেবে গড়ে তুলে সংগঠনের মান্নোয়নের জন্য আহবান জানান।
পরে মরহুম আল্লামা কাজী মুছা নঈমী (রহ:) এর মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
একুশে/প্রেস বিজ্ঞপ্তি