
ঢাকা: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রবিবার সমাপ্ত হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত হতে পারে বলে জানিয়েছেন ইজতেমার মুরব্বি মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম। তিনি জানান, দিল্লির মাওলানা জমশেদ মোনাজাত পরিচালনা করবেন।
বিশ্ব ইজতেমার এ পর্বেও টঙ্গীর ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়েছে। আখেরি মোনাজাতে শরিক হতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে আসছেন মুসল্লিরা। মোনাজাতের আগ পর্যন্ত এ ঢল অব্যাহত থাকবে। মোনাজাতে শরিক হতে বিপুলসংখ্যক নারীও ইজতেমা প্রাঙ্গণের আশপাশে এসে জমায়েত হয়েছেন।
চলছে বয়ান : দুদিন ধরে সার্বক্ষণিক ইবাদত-বন্দেগিতে নিয়োজিত রয়েছেন মুসল্লিরা। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত ইমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের ওপর আমবয়ান অনুষ্ঠিত হচ্ছে। তবলিগের ৬ উসুলের (ছয় মূলনীতি) ওপর বাদ ফজর দিল্লির মাওলানা মুরসালিনের বয়ানের মধ্য দিয়ে শনিবার দ্বিতীয় দিনের বয়ান শুরু হয়। বাদ জোহর বয়ান করেন দিল্লির মাওলানা আবদুস সাত্তার মেওয়াতি, বাদ আসর বয়ান করেন বাংলাদেশের মাওলানা মোশারফ এবং বাদ মাগরিব বয়ান করেন মাওলানা জমশেদ।
১০টি যৌতুকবিহীন বিয়ে : এদিকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শনিবার বাদ আসর ১০টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। পারস্পরিক সম্মতিতে বরেরা ইজতেমা ময়দানে একটি বিশেষ কামরায় উপস্থিত হন এবং কনেরা নিজেদের গৃহে অবস্থান করেন। সম্পূর্ণ শরিয়ত মেনে তবলিগের রেওয়াজ অনুযায়ী বিয়ে শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে খুরমা খেজুর বিতরণ ও দোয়া করা হয়। মাওলানা শামীম তাদের বিয়ে পড়ান। ইজতেমার প্রথম পর্বে ৯৬টি বিয়ে সম্পন্ন হয়।
ইজতেমায় বিদেশি মুসল্লি : ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনই ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, জর্ডান, লিবিয়া, আফ্রিকা, লেবানন, আফগানিস্তান, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইরাক, সৌদি আরব, ইংল্যান্ডসহ বিশ্বের ৩২ দেশ থেকে প্রায় আড়াই সহস্রাধিক মুসল্লি যোগ দেন। ভাষা ও মহাদেশ অনুসারে ময়দানে পৃথক তাঁবুতে রয়েছেন মেহমানরা। তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
ইজতেমা ময়দানে আরও ৫ মুসল্লির মৃত্যু : ইজতেমায় যোগ দিয়ে শনিবার সকালে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের দ্বিতীয় পর্বের ইজতেমায় যোগ দিয়ে শুক্রবার পর্যন্ত পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোলরুমের মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত মহানগর পুলিশের উপকমিশনার মো. মনজুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিলে নোয়াখালীর হাতিয়া থানার আজিমনগরের মফিজুল ইসলামের ছেলে মো. মনির উদ্দিন (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগে শুক্রবার রাতে আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে।
আখেরি মোনাজাতে যানবাহন চলাচলে নির্দেশনা : দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ। লাখো মুসল্লির সমাগম নির্বিঘ্ন করতে যান চলাচল নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ইতোমধ্যে কয়েক লাখ মুসল্লি ইজতেমা ময়দানে অবস্থান করছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, ইজতেমায় মুসল্লিদের আসা-যাওয়া নিবিঘ্ন করতে শনিবার দিবাগত ভোর ৪টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তায় এবং ঢাকার মহাখালী থেকে বন্ধ করে দেওয়া হবে। উত্তরবঙ্গ থেকে আসা গাড়ি গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থেকে বন্ধ করে দেওয়া হবে। এ ছাড়া টঙ্গীমুখী সব শাখা সড়কগুলো বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ট্রাফিক ব্যবস্থা চলবে। পুলিশ কমিশনার বলেন, ইজতেমায় যোগ দেওয়া বৃদ্ধ মুসল্লিদের যাতায়াতের জন্য শাটল বাসের ব্যবস্থা থাকবে।
বিশেষ ট্রেন : টঙ্গীর রেলওয়ে স্টেশনের কর্মকর্তা জানান, আখেরি মোনাজাত উপলক্ষে রেলওয়ে আখাউড়া, কুমিল্লা ও ময়মনসিংহসহ বিভিন্ন রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে। ইজতেমায় আগত যাত্রীদের কথা বিবেচনায় রেখে টঙ্গী রেলওয়ে জংশনে অতিরিক্ত টয়লেট ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। সব আন্তঃনগর ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে। এ ছাড়া ১৬টি বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকছে।
ফ্রি মেডিক্যাল ক্যাম্প : ইজতেমায় আগত মুসল্লিদের মধ্যে যারা নানা কারণে অসুস্থ হয়ে যাচ্ছেন, তাদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা। ইজতেমা ময়দানের উত্তর পাশে মুন্নু মিল মাঠে গাজীপুর সিটি করপোরেশন, হামদর্দ ল্যাবরেটরিজ, ইবনে সিনা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ইসলামিক ফাউন্ডেশন, টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতি, ড্যাব, যমুনা ব্যাংক ফাউন্ডেশনসহ অর্ধশতাধিক সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান ফ্রি চিকিৎসা দিচ্ছে।