
চট্টগ্রাম: রিলায়্যান্স ফাইন্যান্স লিমিটেডের এনুয়েল বিজনেস কনফারেন্স-২০২০ এ ফিন্যান্সিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন তানিম আহমেদ সিদ্দিকী ও ফয়েজুস সালেহিন মাসুম।
গত ১৯ জানুয়ারি রাজধানীর ইম্পেরিয়াল হোটেলে উক্ত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম থেকে সেরা পারফরমেন্সের জন্য দুটি অ্যাওয়ার্ড পান ফয়েজুস সালেহিন মাসুম, সেরা শাখা ব্যাবস্থাপকসহ দুটি অ্যাওয়ার্ড পান তানিম আহমেদ সিদ্দিকী। পারফরমেন্সের জন্য অ্যাওয়ার্ড পান টুম্পা সেন ও লতিফুল কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন ডিরেক্টর এ.আর.এম মাসুদ এফ.সি.এ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক নুরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জালাল উদ্দিন ও উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।