শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চবির সহকারী প্রক্টর আনোয়ারকে সাময়িক অব্যাহতি

| প্রকাশিতঃ ২৮ নভেম্বর ২০১৬ | ১০:১৯ পূর্বাহ্ন

CUচট্টগ্রাম: ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনায় তার পরিবারের করা মামলার আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে তার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, ‘দিয়াজের মৃত্যুর ঘটনাটি তদন্তাধীন। সুষ্ঠু তদন্তের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’