
চট্টগ্রাম : নিজেকে খেলোয়াড় দাবি করে রাজনীতির মাঠে খেলতে পছন্দ করেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
জঙ্গি, মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও যৌতুকমুক্ত নিরাপদ বাসযোগ্য চট্টগ্রাম গড়তে বৃহস্পতিবার লালদিঘী মাঠে মহাসমাবেশে ডাক দিয়েছেন মেয়র নাছির।
এ সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে আয়েজিত সংবাদ সম্মেলনে আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মেয়র এই মন্তব্য করেন।
মেয়রের কাছে প্রশ্ন ছিলো, দুই-এক দিনের মধ্যে তফশিল ঘোষণা করার কথা রয়েছে। একমাস পরই চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন। নির্বাচনের জন্য আপনি কতটা প্রস্তুত?
জবাব দিতে গিয়ে মেয়র বলেন, এটি সন্ত্রাস, মাদকবিরোধী মহাসমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন। এখানে রাজনৈতিক কথা বলতে চাইনি। তুবও বলি, আমি রাজনীতির মাঠের খেলোয়াড়, সবসময় খেলতে পছন্দ করি।
আমি যেহেতু বর্তমান মেয়র। স্বাভাবিকভাবেই মনোনয়ন চাইব। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা, জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য বিবেচনা করে মনোনয়ন দেন তাহলে আমি জয়ী হবো শতভাগ নিশ্চিত। নির্বাচনের জন্য সবধরনের প্রস্তুতি নেয়া আছে বলেও জানান মেয়র।
এরপর মৃদুস্বরে আরেক সাংবাদিক বলে ওঠলেন, আসলেই আ জ ম নাছির উদ্দীন রাজনীতির মাঠের অভিজ্ঞ খেলোয়াড়। পদে পদে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে কী রাজনীতি, কী নগরউন্নয়ন, কী সমাজনীতি, কী ক্রীড়াঙ্গন, কী সংগঠন, কী জনআবদার- সবক্ষেত্রে অগ্নিপরীক্ষা দিয়ে নিজেকে যোগ্য করে গড়ে তুলেছেন। একসাথে এতগুলো মাধ্যম সামাল দিয়ে রাজনীতিকে মূল উপজীব্য করে দ্যুতি ছড়ানো নেতা বর্তমান সময়ে আ জ ম নাছির উদ্দীন ছাড়া চট্টগ্রামে আর কেউ নেই।
একুশে/এএ/এটি