শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বিএমএ নেতা ডা. ফয়সল ইকবালের মাতৃবিয়োগ

| প্রকাশিতঃ ৮ ফেব্রুয়ারী ২০২০ | ১:৩৪ অপরাহ্ন

চট্টগ্রাম : বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরীর মা খুরশিদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)।

হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাত ১টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ (শনিবার) বাদ জোহর দুপুর ২ টায় মরহুমার নামাযে জানাযা নিজ গ্রাম রাঙ্গুনিয়া উপজেলার লালানগর মকবুল চৌধুরী বাড়ি মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

একুশে/এইচআর