শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

করোনায় আক্রান্ত তিনজনের একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

| প্রকাশিতঃ ১৩ মার্চ ২০২০ | ৩:১০ অপরাহ্ন

ঢাকা : দেশে যে তিনজনকে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল, তাদের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট।

শুক্রবার (১৩ মার্চ) মহাখালীতে আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো বলেন, তিনজনের মধ্যে দুজনের পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ এসেছে এবং পর পর দুবার নেগেটিভ এলে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যায়। সে হিসেবে একজনকে ছুটি দেওয়া হয়েছে এবং তিনি বাড়ি চলে গেছেন।

সুস্থ হয়ে ওঠা অন্যজনও বাড়ি চলে যাওয়ার মত অবস্থায় আছেন। তবে তার পরিবারের একজন কোয়ারেন্টাইনে থাকায় তিনি এখনই যেতে পারছেন না বলে জানান অধ্যাপক ফ্লোরা।

আর তৃতীয় একজনের শরীরে এখনও ভাইরাসের সংক্রমণ রয়ে গেছে এবং পরীক্ষায় এখন তার রিপোর্ট নেগেটিভ আসেনি বলে জানান আইইডিসিআরের পরিচালক। বাংলাদেশে নতুন করে আর কারও মধ্যে করোনাভাইরাস পাওয়া যায়নি। আইইডিসিআর সব প্রস্তুতিই নিয়ে রেখেছে।

বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট আটজনকে ‘আইসোলেশনে’ রাখা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

বর্তমানে সিঙ্গাপুরে পাঁচজন এবং সংযুক্ত আরব আমিরাত ও ইতালিতে এর আগে দুজনের মধ্যে নভেল করোনাভাইরাস ধরা পড়েছিল এবং তাদের মধ্যে সিঙ্গাপুরের চারজন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। একজনের অবস্থা সঙ্কটাপন্ন, তার অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি জানা যাই।

বিশ্বজুড়ে মহামারীর আকার পাওয়া নভেল করোনাভাইরাস গত আড়াই মাসে ছড়িয়েছে বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলে।

এ ভাইরাসের প্রভাবে ফ্লুর মত উপসর্গ নিয়ে যে রোগ হচ্ছে, সেই কভিড-১৯ এ আক্রান্ত হয়েছে বিশ্বের সোয়া লাখের বেশি মানুষ, মৃতের সংখ্যা ৪৬০০ ছাড়িয়ে গেছে।

একুশে/এমএম