শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

পাঁচ বছরে ক্ষুদ্র ঋণে খেলাপি ১৬ হাজার কোটি টাকা

| প্রকাশিতঃ ১৫ ডিসেম্বর ২০১৬ | ৯:৩৩ পূর্বাহ্ন

Bd bankব্যাংক খাতে লুটপাট, দুর্নীতি ও এক খাতের ঋণ অন্য খাতে ব্যবহারের কারণে খেলাপি ঋণের লাগাম টানা যাচ্ছে না। শুধু বড় ঋণ নয়, এবার ক্ষুদ্র ঋণেও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ৫ বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) খেলাপি ঋণ বেড়েছে ১৫ হাজার ৯৯৫ কোটি ৪২ লাখ টাকা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন অর্থনীতিবিদরা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০১১ সালে এসএমইতে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে ৮১ হাজার ৯৯ কোটি টাকা। এ সময় খেলাপি হয়েছে ২ হাজার ৯২৮ কোটি টাকা। একইভাবে ২০১৫ সালে ঋণ বিতরণ করা হয় ১ লাখ ৪৮ হাজার ৭৯২ কোটি টাকা। এ সময় খেলাপি হয় ১৮ হাজার ৯২৪ কোটি ১০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংক ও বি আইবিএমের তথ্য অনুযায়ী, ক্ষুদ্র শিল্পে গত পাঁচ বছরে ধারাবাহিকভাবে খেলাপি ঋণ বেড়েছে। ২০১২ সালে ৬ হাজার ৯৭৯ কোটি, ২০১৩ সালে ৯ হাজার ১৫২ কোটি এবং ২০১৪ সালে ১৭ হাজার ৮১৮ কোটি টাকা খেলাপি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. নির্মল চন্দ্র ভক্ত বলেন, ক্ষুদ্র ঋণের সংজ্ঞা এখন অনেক বড়। আগের মতো ছোট নেই। আয়তন বাড়ার সঙ্গে বেড়েছে ঋণের পরিমাণও। এছাড়া বড় ঋণগ্রহীতারা যে সুবিধা নিয়েছে তা ছোটরা নেয়নি। এর বাইরে প্রতিবছর ঋণ বিতরণ বাড়ছে। সব মিলিয়ে ছোট ঋণে খেলাপির পরিমাণ কিছুটা বেড়েছে। এদিকে জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছরের নয় মাসে এসএমই খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণ বেড়েছে ২৩ দশমিক ৪৭ শতাংশ। তবে এই সময়ে এসএমই খাতে খেলাপি ঋণ বৃদ্ধির হার ৪৪ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এসএমই খাতে ১ লাখ ১ হাজার ১৯২ কোটি টাকা ঋণ বিতরণ করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৮১ হাজার ৯৫৩ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে এসএমই খাতে ঋণ বিতরণ বেড়েছে ১৯ হাজার ২৩৮ কোটি টাকা বা ২৩ দশমিক ৪৭ শতাংশ। তবে বিতরণকৃত ঋণ নজরদারি করতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ফলে আদায়ও কমেছে। সেপ্টেম্বর পর্যন্ত এসএমই খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১৪ হাজার ৬০২ কোটি টাকা। এটি মোট বিতরণকৃত ঋণের ১৪ দশমিক ৪৩ শতাংশ।

আগের বছরের সেপ্টেম্বরে এ খাতে খেলাপি ঋণ ছিল ১০ হাজার ১৩৮ কোটি টাকা, যা ওই সময়ে বিতরণকৃত ঋণের ১২ দশমিক ৩৭ শতাংশ। এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে চার হাজার ৪৬৪ কোটি টাকা বা ৪৪ শতাংশ। আলোচ্য সময়ে এসএমই খাতে আদায়ের হার ৫৮ দশমিক ১৭ শতাংশ। গত বছর আদায়ের হার ছিল ৬২ দশমিক ৬৭ শতাংশ। আদায়ের হার কমেছে ৪ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) স্বপন কুমার রায় বলেন, এসএমই খাতে ঋণ বিতরণ বেড়েছে। পাশাপাশি বেড়েছে খেলাপি ঋণও। ঋণ খেলাপি হয়ে যাওয়ার জন্য ব্যাংকগুলোর নজরদারির অভাব দায়ী। ঋণ বিতরণের পর মাঠপর্যায়ে যে ধরনের তদারকি ও আদায় কার্যক্রম পরিচালনা দরকার ছিল, তারা সেটি করেননি।