দুরন্ত আকাশ, কোপেনহেগেন, ডেনমার্ক
ডেনমার্ক এর রাজধানী কোপেনহেগেনে শুরু হয়েছে ৪র্থ উইমেন ডেলিভারি গ্লোবাল কনফারেন্স। সোমবার সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
তিনবছর পর পর পর নারীদের স্বাস্থ্য ও অধিকার বিষয়ক আন্তর্জাতিক এই অনুষ্ঠানের যাত্রা শুরু হয় ২০০৭ সালে যুক্তরাজ্যের লন্ডনে। ২০১০ সালে আমেরিকার ওয়াশিংটন ও ২০১৩ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরের পর ডেনমার্কের কোপেনহেগেন এ্ই কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। কনফারেন্সের মূল ফোকাস হচ্ছে মহিলাদের স্বাস্থ্য, শিক্ষা , অধিকার, প্রজনন , লিঙ্গসমতা।
কোপেনহেগেন কনফারেন্সে দেড়শ দেশের প্রতিনিধি, দুই হাজারের অধিক সংগঠক, ৫শ’র মতো বিদেশী সাংবাদিকসহ প্রায় ৬ হাজার ডেলিগেট যোগ দিয়েছেন। এর মধ্যে রয়েছেন, বিশ্বস্বাস্থ্য সংস্থা’র মহাসচিব মার্গারাত চান, বিল গেটস ফাউন্ডেশন-এর মিলিন্ডা গেটসসহ বিশ্বের হাই প্রোফাইল নেতারা। এটিকে নারীঅধিকার ও উন্নয়ন বিষয়ক সবচেয়ে বৃহৎ সম্মেলন হিসাবে গণ্য করা হয়।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপি, নাহিম রাজ্জাক এমপি, ওয়াসেকা আয়েশা খান এমপি। এছাড়াও বিভিন্ন এনজিও-এর শতাধিক প্রতিনিধি কণফারেন্সে অংশ নিয়েছেন। ডেনমার্ক প্রবাসী ডা. বিদ্যুত বড়ুয়া বলেন , আগামী সময়ে নারীদের অধিকার ও সুরক্ষা বিষয়ক পলিসি নির্ধারণে কোপেনহেগেন সম্মেলন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের নারীদের উনয়ন বিষয়ক দাতা সংস্থার অনুদানের বিষয়টিও নির্ধারিত হয়ে থাকে এই সম্মেলনে।