শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

করোনা মোকাবিলায় বিএমএ-স্বাচিব এর নেতৃত্বে ৫শ’ সদস্যের কমিটি

| প্রকাশিতঃ ২৩ মার্চ ২০২০ | ১:০৯ অপরাহ্ন

ঢাকা : বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) এর নেতৃত্বে ৫শ’ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৩ মার্চ) দুপুর ১২ টায় সচিবালয়ের নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রোববার গঠন করা এই কমিটি স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাোগ রেখে প্রয়োজনীয় দাযিত্ব পালন করবেন। তাদের সাথে কাজ করবে আওয়ামী লীগের স্বাস্থ্য উপ কমিটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনস্বাস্থ্য তথা প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সুরক্ষায় বদ্ধপরিকর জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলার জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন এবং দলীয়ভাবে আমাদেরকেও নির্দেশ দিয়েছেন। দেশবাসীর সম্মিলিত সচেতনতা, সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলে এই ভয়াবহ সঙ্কট থেকে আমাদের উত্তরণে কাজ করতে হবে। যোগ করেন ওবায়দুল কাদের।

এটিকে যুদ্ধ মনে করে এগিয়ে যেতে হবে এবং এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে বলে ওবায়দুল কাদের প্রেসব্রিফিংয়ে উল্লেখ করেন।