শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বেসরকারি হাসপাতাল চিকিৎসা না দিলেই ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

| প্রকাশিতঃ ৪ এপ্রিল ২০২০ | ৭:৩৫ অপরাহ্ন


ঢাকা : দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে খুব তাড়াতাড়ি করোনা টেস্টের সুবিধা সংযোজন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন শেষে একথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব বেসরকারি হাসপাতালে কর্তৃপক্ষ তালা ঝুলিয়ে রাখছে, তাদের লাইসেন্স দেয়ার শর্ত বিবেচনা করবে সরকার। বেসরকারি হাসপাতালগুলো যেন করোনার চিকিৎসা করে এটা আমরা চাচ্ছি।

যারা হাসপাতালে তালা মেরে রাখবে তাদের তালিকা করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।