শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

মিথ্যা ঘোষণায় পণ্য এনে কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা

| প্রকাশিতঃ ২২ ডিসেম্বর ২০১৬ | ৬:০৮ অপরাহ্ন

port ctgচট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা কোটি টাকার মূল্যের একটি বাণিজ্যিক ইলেকট্রনিক্স পণ্যের চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে চালানটি আটক করা হয়। চালানটি চীন থেকে আমদানি করেছে ঢাকার এসবি কর্পোরেশন। পণ্য চালানটি খালাসের দায়িত্বে ছিল হাসিনা এন্টারপ্রাইজ। গত ৫ নভেম্বর অব এন্ট্রি নং: সি-১২৯৫২১৮ দাখিল করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক শামীমুর রহমান বলেন, ঘোষণা অনুযায়ী, অয়েল ফিল্টার, পিস্টন, এয়ার ফিল্টার এবং ড্রিলিং মেশিন আমদানি করার কথা ছিল। আমদানি করা পণ্যসমূহের কান্ট্রি অব অরিজিন চায়না। চালানটি আটক ও শতভাগ কায়িক পরীক্ষা করে ঘোষিত পণ্যের কোন কিছুই পাওয়া যায়নি।

তিনি বলেন, চালানটিতে পাওয়া গেছে, নেটওয়ার্কিং কেবল, সানগ্লাস, হোয়াইট গ্লাস, মোবাইল ব্যাটারি, মোবাইল চার্জার, মোবাইল কভার, মোবাইল কেসিং, রিস্ট ওয়াচ, আইপি ক্যামেরা, ফটোকপিয়ার ইঙ্ক, প্রিন্টার কার্টিজ, স্যামসাং গ্যালাক্সি ট্যাব, ইত্যাদি।

শামীমুর রহমান বলেন, মিথ্যা ঘোষণায় পণ্য এনে ১ কোটি ১০ লাখ টাকা শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এ ব্যাপারে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্ট এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।