
ঢাকা : করোনাময় পরিস্থিতিতে সবধরনের চিকিৎসা প্রদান করবে দেশের ৬৯ টি প্রাইভেট হাসপাতাল। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে এসে বৃহস্পতিবার দুপুর পৌনে ৩ টার দিকে বেসরকারি হাসপাতাল অ্যাসোসিয়েশনের মহাসচিব ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এই ঘোষণা দেন।
এসময় সংগঠনের সভাপতি ডা. মুবিন খান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন।
এনামুর রহমান বলেন, দেশের এই ক্রান্তিকালে আমরা সব ধরনের চিকিৎসাসেবা দিতে চাই। সেজন্য আমাদের ৬৯টি হাসপাতালে ২০ হাজার চিকিৎসক, নার্স প্রস্তুত রয়েছে। ২শ’ বেড থেকে সাড়ে ৫ শ বেড পর্যন্ত এসব হাসপাতালে ২৪ ঘণ্টা চিকিৎসা দেওয়া হবে।
কোনো রোগীই আর ফেরৎ যাবে না। সবধরনের চিকিৎসা দেয়ার জন্য আমাদের হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। যোগ করেন ডা. এনামুর রহমান।
সংগঠনের সভাপতি ডা. মুবিন খানও একই ঘোষণা দিয়ে বলেন, মানবিকতার সবটুকু দিয়ে আমরা এই দুর্যোগে দেশবাসীর পাশে থাকতে বদ্ধপরিকর।