শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

করোনায় আরো চারজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯

| প্রকাশিতঃ ১২ এপ্রিল ২০২০ | ২:৫০ অপরাহ্ন


ঢাকা : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো চারজনের মৃত্যু হয়েছে। আর নতুন শনাক্ত হয়েছে ১৩৯ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩৪ জনের। আর করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে মোট ৬২১ জনের শরীরে।

রোববার দুপুরে রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

বুলেটিনে বলা হয়, নতুন শনাক্তদের মধ্যে ঢাকা শহরের ৬২ জন এবং বাকিরা ঢাকা শহরের বাইরের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরো চার জনের মৃত্যু হয়েছে। এতে দেশে মৃত্যুর সংখ্যা ৩৪ জনে পৌঁছেছে।