ক্রাইস্টচার্চের সবুজ গালিচায় নেমে গেছে বাংলাদেশ দল। প্রস্তুতিও সব সম্পন্ন। এখন অপেক্ষা, কেবল মাঠে নামার। মাত্র কয়েক ঘণ্টা পর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। শনিবার হ্যাগলি ওভালে প্রথম অনুশীলন করল টিম বাংলাদেশ। তিন ঘণ্টার বেশি সময় ধরে এখানে ঘাম ঝরিয়েছে মাশরাফিবাহিনী। ১৫ জনের মূল দলের সবাই অনুশীলনে ছিলেন।
১৫ জনের বাইরে উদীয়মান নতুন যাদেরকে দলের সঙ্গে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে উড়িয়ে আনা হয়েছে, তারাও ছিলেন অনুশীলনে। তবে অনুশীলনের ভেতরে ও বাইরে সবার প্রশ্ন একটাই মুস্তাফিজ ফিরছেন তো প্রথম ম্যাচে? অনুশীলনে সবার নজরও ছিল কাটার মাস্টারের দিকে। বাংলাদেশের সবচেয়ে কার্যকরী অস্ত্র মুস্তাফিজ শতভাগ ফিট কি না, এ প্রশ্ন বারবার ঘুরেফিরে এসেছে। দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, ব্যাটিং পরামর্শক থিলান সামারাবিরা এবং মুস্তাফিজের কাছেও প্রশ্নটি রাখা হয়েছিল। তবে মূল আকর্ষণ ছিলেন মুস্তাফিজ নিজে। আইসিসির ২০১৬ সালের উদীয়মান ক্রিকেটারের নতুন পালক যোগ হয়েছে তার মুকুটে।
এ প্রসঙ্গ জানতে চাইলে স্বভাবসুলভ লাজুক ভঙ্গিতে মুস্তাফিজ জানালেন, সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি দলে ফিরে এসেছেন। সবার সঙ্গে আছেন, অনুশীলন করছেন, সবার সমর্থন পাচ্ছেন। নিজেকে পুরোপুরি ফিট মনে করছেন কি না, এ প্রশ্নের জবাবে মুস্তাফিজ বলেছেন, ‘আগের চেয়ে বেশ ভালো অনুভব করছি। একটু সমস্যা হয়, তবে তা বিশেষ কিছু না। খুব তাড়াতাড়ি আশা করছি সব ঠিক হয়ে যাবে।’ মুস্তাফিজ মানেই কাটার। যে বিষে নীল হয়েছে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা। তা তিনি এখন শতভাগ দিতে পারছেন কি না জানতে চাইলে, স্বীকার করেন তিনি এখন পুরোপুরি কাটার ডেলিভারির চেষ্টা করছেন না। একটু একটু করছেন। আশা করছেন খুব তাড়াতাড়ি আবার সব ঠিক হয়ে যাবে।
অন্যদিকে ওয়ালশ, সামারাবিরারাও জোর দিয়ে বলতে চাননি যে মুস্তাফিজ শতভাগ ফিট। বলেছেন, ‘ও ভালো করছে, দিনে দিনে উন্নতি করছে, আশা করা যাচ্ছে এ সফরের মধ্যেই সে অনেক উন্নতি করে ফেলবে।’
নিউজিল্যান্ডের মাটিতে কখনো স্বাগতিকদের বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এবার কি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ জেতাতে তাকেই ভাবা হচ্ছে মূল অস্ত্র? প্রস্তুতি ম্যাচেও ৭ ওভার বল করে নিয়েছেন ২ উইকেট। দলের হয়ে কেমন ভূমিকা রাখতে চান জানতে চাইলে মুস্তাফিজ বলেন, ‘আমি তো একা দলকে জেতাতে পারব না। তবে পুরো দল আমাদের ভালো খেলছে। পুরো দল ভালো খেলেই আমরা জিততে পারি।’ তবে এখন দেখার অপেক্ষা দেশের মাটিতে ব্যাটসম্যান ঘুম কেড়ে নেওয়া মুস্তাফিজ বিদেশের মাটিতে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন তা দেখার। বাংলাদেশের সফলতার অনেকটাই নির্ভর করছে এ প্রশ্নের উত্তরের ওপর।