শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সিকিউরিটি প্রিন্টিং প্রেস স্কুলের প্র্রধান শিক্ষক মনোরমার ইন্তেকাল

| প্রকাশিতঃ ২২ এপ্রিল ২০২০ | ১০:১৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম : গাজীপুর সিকিউরিটি প্রিন্টিং  করপোরেশন (টাকশাল)  উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মনোরমা বেগম আর নেই। মঙ্গলবার রাত সোয়া ১১ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নাল্লিাহে…রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্বামী, দুই সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মনোরমা বেগম দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।

আজ বুধবার (২২ এপ্রিল) বাদ জোহর দ্বিতীয় দফা জানাজা শেষে রাঙ্গুনিয়ার মরিয়মনগর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

মনোরমা বেগম বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের ১৯৮৭ ব্যাচের মেধাবী ছাত্রী ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া মনোরমা শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার পর চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড  কলেজের সিনিয়র শিক্ষক  বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক,  হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ভাইস প্রিন্সিপাল পদে দায়িত্ব পালন করেন তিনি।

তার স্বামী ইকবাল হোসেন রাঙ্গুনিয়ার একসময়ের তুখোর ছাত্রনেতা ও সজ্জন ব্যক্তি। অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (এআইজিপি) মো. শাহাব উদ্দিন কোরেশি তার ননদের স্বামী। তাঁর অকাল মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।